ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের চিকিৎসার জন্য এমন একটি প্রেসক্রিপশন লিখেছেন যাতে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন । শনিবার ট্রাম্প নিজের টুইট বার্তায় এমন প্রেসক্রিপশন লেখেন।
ডোনাল্ড ট্রাম্প এরপর এই দুই ওষুধের মিশ্রণ দিয়ে করোনাভাইরাসের চিকিৎসা শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এ ওষুধ ব্যবহারের পরামর্শ দিলেন যখন মার্কিন ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ( এফডিএ) এটি অনুমোদন করেনি। জানা গেছে, হাইড্রোক্সিক্লোরোকুইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ এবং অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যা মানবদেহে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে ব্যবহৃত হয়। গত কয়েক মাস ধরে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে করোনাভাইরাস নির্মূল করা যাবে না।