প্রেস বিজ্ঞপ্তি: উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ডব্লিউডিপি) আয়োজনে ইউএসটি ও ডব্লিউএসএসসিসিবি এর সহযোগিতায় গতকাল জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ এর হল রুমে ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকারের দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ। এসময় উপস্থিত ছিলেন ডব্লিউডিপি প্রধান নির্বাহী ফরিদ আহমেদ । সভায় ২টি দলে ভাগ হয়ে সমস্যা চিহ্নিতকরণ ও ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বের করা হয়। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, স্থানীয় ণন্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৫১ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।