1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় দুপুর ১২:৫৬ আজ বুধবার, ২০শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪২ হিজরি
চীন সফর শেষে দেশে ফিরেছেন ডেপুটি স্পিকার

  • সংবাদ সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১৫২ বার দেখা হয়েছে

রিয়াজবিন সুলতানা বৃষ্টি : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি গত মঙ্গলবার  চীন সরকারি সফরে যান দেশে ফিরেছেন।
তিনি চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ভিজিট.  বেইজিং এর হাইডিয়ান ডিসট্রিকট এ অনুষ্ঠিত স্টান্ডিং কমিউনিটি অব হাইডিয়ান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এর সাথে বৈঠক করেন।
এরপর তিনি চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত “ডায়লগ অন এক্সচেঞ্জস এন্ড মিউ্যচ্যুয়াল লানিং এ্যামং সিভিলাইজেশনস” শীষক এর আন্তজার্তিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন।

এছাড়াও তিনি  চীনের শানজি প্রদেশের ভাইস চেয়ারম্যান গুও দাওয়ের সাথে সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি স্পিকার  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সফরে তিনি চীনের ডেপুটি স্পীকার জি বিংক্রুয়ান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরে শেষে ডিপুটি স্পিকার জানান, বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্ক আরো বেশি তরান্বিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ