রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মাদকব্যবসায়ী আব্দুল হালিম ভোলাকে (৩৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রংপুরিয়া মার্কেট থেকে তাকে আটক করে পুলিশ।
আব্দুল হালিম ভোলা উপজেলার মধ্যভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ভোলা পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের বাসিন্দা। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সে সাজা প্রাপ্ত আসামি। রানীশংকৈল থানা সাব ইন্সপেক্টর আজগর আলী বলেন, ভোলা মাদকব্যবসায়ী হিসেবে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।