সাদুল্যাপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, শিশু ও বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে রক্ষা পেতে আপনার আমার তথা সকলের সদিচ্ছাই যথেষ্ট। বাল্যবিয়ের সাথে জড়িত সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এজন্য তিনি শিশু বিয়ে ও বাল্যবিয়ে ঠেকাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান করেন।
মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত বাল্যবিবাহ নিরোধ জনসচেতনতামূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মতিন এসব কথা বলেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রহিমা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, শিক্ষক শাহাবুল হাসান রোস্তম, ইউপি সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, ইমাম আবু রায়হান ও পুরোহিত গোপিনাথ দেব শর্মা প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন শিক্ষক মমিনুর রহমান বাবুল। এ সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।