সাঘাটা প্রতিনিধি:
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, নদী,খাল এবং জলাশয়ের পানির উপর নির্ভর কৃষকের চাষাবাদ। ভরাট হওয়ার কারণে পানিশূন্য হয়ে চাষাবাদ ব্যহত হচ্ছে। দেশের ৬৪ জেলার অভ্যান্তরস্থ্য ছোট নদী, খাল এবং জলাশয় পূণঃখনন প্রকল্পের আওতায় সেই সব নদী ,খাল এবং জলাশয় গুলো পূণঃখনন করে কৃষি জমি গুলো সেচের আওতায় এনে চাষাবাদের উপযোগী করা হবে। ছোট-বড় সবগুলো নদীর জীবন রক্ষা করতে বর্তমান সরকার মহা পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য পানিকে সম্পদে রুপান্তর করা হবে।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার তেনাছেড়া খাল পূণঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিকালে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড -এর আয়োজনে জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহম্মেদ, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান,সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম,উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জেলাপরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, আব্দুল হাই প্রমূখ।
প্রধান অতিথি ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি এর আগে সাঘাটার পূর্ব আমদিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন। চাহিদা ভিত্তিক নতুন জাতীয় করণ সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি এ বিদ্যালয় ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করে