1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় সকাল ৮:৩২ আজ বৃহস্পতিবার, ৩০শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২১ খ্রিস্টাব্দ, ২৯শে রমজান, ১৪৪২ হিজরি
৫টি ট্রেডে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  • সংবাদ সময় : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ১২১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:
দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানান গাইবান্ধার জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। তিনি বলেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষায় জ্ঞান অর্জন করে জীবন গড়তে হবে। কেননা একটি দেশের সার্বিক উন্নয়নে পরিবার ও দেশে অর্থনৈতিক উৎপাদন বাড়াতে হবে। গতকাল পিকেএসএফ ও অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর বাস্তবায়নাধীন সংস্থার নশরৎপুরস্থ প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা বৃদ্ধিমূলক ৫টি পৃথক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স, মোবাইল ফোন সার্ভিসিং, সুইং মেশিন অপারেশন ও ফ্যাশন গার্মেন্টস্্ এই ৫টি ট্রেডে ১২৫ জন যুব প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর নির্বাহী এম আব্দুস সালামসহ সংস্থার সিনিয়র ব্যবস্থাপনা টীমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন মাসব্যাপি আবাসিক প্রশিক্ষণ শেষে কোর্স সম্পন্নকারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানে ঋণ সহায়তা করা হয়।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ