এ.এ জলিল. র্ংপুর প্রতিনিধি: রংপুর শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেটের মেঘনা ইলেকট্রনিকস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে রংপুর নিউমার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভেসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।