1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ৪:১৭ আজ বৃহস্পতিবার, ৫ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি
শরতের রুপ

  • সংবাদ সময় : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২১৯ বার দেখা হয়েছে

নূরুন্নাহার বেগম

চরের বুকে আমার বাড়ি

সবুজ ঘেরা বন

থাকে সেথা জ্ঞাতি ভাই,

আত্নীয় ,বন্ধু জন ৷

ছিলোনাকো সেথায় চর

বছর ত্রিশ আগে

নদী ভেঙ্গে জেগেছে জমি চর

আমার ভাগে ৷

মাঝে মধ্যে যাই সেথা

যখন দেখতে চায় মন

আদি ভিটায় ভিন্ন রকমের

স্বাদ পাই তখন ৷

হেথায় হোথায় সবুজ গাছ

দাঁড়িয়ে সারি-সারি শরৎকালে

রোদের সাথে খেলে লুকোচুরি ৷

চরের মাঝে ফাঁকে-ফাঁকে

যৌবন ভরা

কাশ রুপের ভারে

দুলে উঠে কাশ,

জলে উন্মত্ত হাঁস ৷

রঙে রাঙা প্রজাপতি

ভাব পাতে কাশের সনে

রাখাল কন্ঠে বাহারি সুর

বাজে ক্ষনে ক্ষনে ৷

ডাহুক ডাহুকী ভাব জমায়

আড়ালে আবডালে কচুরী পানার মাঝে

মাছরাঙ্গা দৃষ্টি মাঝজলে ৷

সুবাস ছড়ায় শিউলি, বেলি

দেখে মুচকি হাসে সন্ধ্যাতারাও

কম জানেনা গন্ধ ছড়ায় মেপে ৷

ব্যাঙ ডাকে জলাধারে

নয়নতারা নয়ন জলে

পুঞ্জ পুঞ্জ ছেঁড়া মেঘ

আকাশ দাপিয়ে চলে ৷

শরৎকালের হৃদয়হরণ

রুপ সারা দেশ জুড়ে

কবি হৃদয় করে গুনগুন

আনন্দে পাখি উড়ে ৷

(লেখক, কবি একজন অবসরপ্রাপ্ত  জেলা হিলা বিষয়ক কর্মকর্তা)
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ