1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় সকাল ৮:৪২ আজ বুধবার, ১১ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি
সিএনজি রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে- ডেপুটি স্পিকার

  • সংবাদ সময় : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭৯ বার দেখা হয়েছে

আফতাব হোসেন:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, যানবাহনের রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া আরো বেশি সহজ করা হবে। যাতে করে সকল যানবাহনের বৈধতা ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকেরা নির্ভিঘ্নে নিরাপদে চলাচল করতে পারে সে উদ্যোগই নিচ্ছে সরকার। তিনি আজ গাইবান্ধার ভরতখালী উচ্চ বিদ্যালয়ে সাঘাটা উপজেলা সিএনজি চালকদের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ ও ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।
প্রশাসনের পক্ষ থেকে যাতে অযাথা যখন-তখন সিএনজি আটক ও চালকদের হয়রানী না করা হয় এই দাবী জানানো হয় সিএনজি চালকদের পক্ষ থেকে। সমাবেশে সাঘাটা, কচুয়া, উল্যাভরতখালী, বোনারপাড়ার অন্ততপক্ষে ৩ শতাধিক সিএনজি  ও চালক অংশ নেয়।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ