1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ১:৪৬ আজ শুক্রবার, ১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪২ হিজরি
সাঘাটায় সিএনজি-অটোরিক্সা চলাচল বন্ধ!

  • সংবাদ সময় : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৬৩ বার দেখা হয়েছে

সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় শনিবার সকালে লাইসেন্স বিহীন সিএনজি আটক করে এবং ব্যাটারী চালিত অটোরিক্সা -অটোভ্যান চলাচলে বাধা দেয় থানা পুলিশ। এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সাঘাটার সমস্ত সিএনজি এবং ব্যাটারী চালিত অটোরিক্স্রা ও অটোভ্যান চলাচল বন্ধ রাখে চালকরা। এতে করে সাঘাটার রাস্তাপথ যানবাহন শুণ্য হয়ে পড়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
ব্যাটারী চালিত অটো ভ্যান,রিক্সা চালকদের সাথে কথা হলে তারা জানান, এসব ভ্যান ,রিক্সা নিজেরা তৈরী করি নাই। টাকা দিয়ে ক্রয় করে পেটের তাগিদে চালাই।
সাঘাটা সিএনজি চালক সমিতির একজন জানান, হঠাৎ করে বিভিন্নস্থানে সিএনজি আটক করে পুলিশ। এতে করে নানা ধরণের বিরম্ভনার পোহাতে হয়।
সাঘাটা থানার এস আই সাহাদত হোসেন জানান, উদ্ধতন কর্তৃপক্ষের নির্দ্দেশে ব্যাটারী চালিত অটো রিক্সা, ভ্যান চলাচলে বাঁধা দেওয়া হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাঘাটা থানা পুলিশ ও সাঘাটা সিএনজি চালকের মধ্যে আলোচনার প্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে সিএনজি চলাচল স্বাভাবিক হয়।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ