বিপুল কুমার সরকার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ১টি শুটারগান, ২ রাউন্ড তাজা গুলি ও ভারতীয় নাগরিকসহ ৫ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সদর উপজেলার জগদিশপুর সরদারপাড়া মোতাহারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের দক্ষিন দিনাজপুর জেলার শ্রী দেবেন মাহাতোর ছেলে কেলীন মাহাতো, জয়পুরহাট সদর উপজেলার চিরোলা (গ্রামীন টাওয়ার এর পাশের্^) এলাকার মুসলিম মন্ডলের ছেলে আমিনুল ইসলাম, জগদিশপুর সরদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে ইয়াসিন আলী, খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ ও মৃত মাইজ উদ্দিনের ছেলে মোতাহার আলী।
জয়পুরহাট-৫ র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ভারত থেকে বিভিন্ন ধরণের অস্ত্র অবৈধ পথে চোরাচালান করছিল।