গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সামপারা গ্রামের স্কুলছাত্রী রেবা অপহরণ মামলা প্রত্যাহার করে না নেওয়ায় আসামি পক্ষের লোকজন পরিবারের অন্য সদস্যদের অপহরণ, মারপিটসহ নানা ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতার বাবা এবাদুল মিয়া গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
এবাদুল মিয়া জানান, তার স্কুলপড়–য়া মেয়ে রেবা প্রায় বছর তিনেক আগে অপহরণ হয়। এ ঘটনায় তিনি তিনজনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি পাশ্ববর্তী মাদারপুর গ্রামের ইনছের আলীর ছেলে ইউসুব আলী কারাবন্দি থাকলেও তার পক্ষের লোকজন মামলাটি তুলে নেওয়ার জন্য আমাদেরকে মারপিটসহ নানা ভাবে প্রাননাশের হুমকী দিয়ে আসছে। এ কারণে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পাচ্ছিনা। আসামিপক্ষের প্রতিনিয়তই হুমকি-ধমকির ফলে আমাদের পরিবার এখন প্রানভায়ে ভীতসন্ত্রস্ত।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়েছে। হুমকি-ধমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।