1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় সকাল ১১:০৮ আজ বৃহস্পতিবার, ১২ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি
দুটি বয়ফ্রেন্ড ও একটি স্বামী নিয়ে সুখেই আছেন কোটা সংস্কার আন্দোলনের নেত্রী মরিয়ম মান্নান (ফোনালাপ ফাঁস)

  • সংবাদ সময় : সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের নেত্রী মরিয়ম মান্নানের অশ্লীল দুটি কল রেকর্ড ফাঁস হয়েছে। যেখানে শোনা যাচ্ছে মরিয়ম মান্নান তিনটি পুরুষের সঙ্গে আদর কিভাবে করা যায় এ বিষয়ে কথা বলছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়দিন আগে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের সময় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি ঘটনা নিয়ে আলোচনায় আসেন তিনি।

প্রথম কল রেকর্ডটি মরিয়মের সাথে তার প্রথম বয়ফ্রেন্ড আব্দুল আওয়ালের। ২ মিনিট ৫ সেকেন্ডের এই রেকর্ডের পুরোটাই অশ্লীল কথাবার্তায় ভরা।

দ্বিতীয় কল রেকর্ডটি মরিয়মের সাথে তার ৩ নাম্বার বয়ফ্রেন্ড সাকিবুল ইসলামের। এই কল রেকর্ডেরও পুরোটা অশ্লীলতায় ভরা।

তৃত্বীয় কল রেকর্ডটি মরিয়মের সাথে তার স্বামী জাহিদের। এই রেকর্ডটিতে মরিয়মের ড্রেস আপসহ নানারকম বেলাল্লপনা নিয়ে অভিযোগ করতে শোনা যায় জাহিদকে। এ সময় মরিয়ম জাহিদকে বলে, আমি যে উলঙ্গ ঘুরিনা সেটাই বেশি।

উত্তেজিত হয়ে এক পর্যায়ে মরিয়ম তার স্বামীকে বেয়াদব, জানোয়ার বলে অশ্রাব্য ভাষায় গালাগালি করে ফোন রেখে দেয়।

মরিয়মের স্বামী জাহিদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলে, ওর মত মেয়ে নিয়ে সংসার করা অসম্ভব। দীর্ঘদিন যাবত তার এসব বেহায়াপনা-বেলাল্লাপনা সহ্য করে আসছি। তাকে আমি শীঘ্রই ডিভোর্স দিবো। অন্যদিকে মরিয়মের সাথে যোগাযোগ করা হলে সে উত্তেজিত হয়ে ফোন কেটে দেয়।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ