1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ৪:২৯ আজ বৃহস্পতিবার, ২৩শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২১ খ্রিস্টাব্দ, ২২শে রমজান, ১৪৪২ হিজরি
সেটি পেনাল্টি ছিল: ব্রাজিল কোচ

  • সংবাদ সময় : শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ২৯০৪ বার দেখা হয়েছে

কোস্টারিকার বিপক্ষে প্রাপ্ত পেনাল্টি বাতিল করে দেয়ায় বেজায় চটেছেন ব্রাজিল কোচ তিতে। তার জোরালো দাবি, সেটি পেনাল্টি ছিল। তা বাতিল করায় ভিএআর প্রযুক্তিকে আবারো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

ঘটনাটা ঘটে ম্যাচের ৭৮ মিনিটে। এসময় ডি বক্সের মধ্যে নেইমারকে ফাউল করেন কোস্টারিকার খেলোয়াড়েরা। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির আশ্রয় নেয় প্রতিপক্ষ। শেষ পর্যন্ত তা বাতিল বলে ঘোষিত হয়।

তিতে বলেন, নেইমারকে যেখানে ফাউল করা হয়েছে, সেখানে নিশ্চিতভাবে পেনাল্টি পাওয়া যায়। তাকে ওইভাবে না আটকালে সেটি গোল হতে পারত। সেটি পেনাল্টিই ছিল।

রেফারিকে একহাত নেন তিনি, জেতার জন্য আমাদের রেফারির দরকার নেই। আমারা চাই, তারা নিরপেক্ষ থাক। আমরা সাহায্য চাই না। ব্রাজিলের সাহায্যের দরকার নেই।

এ ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। শেষ মুহূর্তে কুতিনহো দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ