গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালিতলা ব্রীজের নিচের ডোবা থেকে অজ্ঞাত যুবক (২৫) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত শফিকুজ্জামান অজ্ঞাত যুবক মৃতদেহ উদ্ধারের বিষটি নিশ্চিত করেন।তিনি আরো জানান,শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কের কালিতলা নামক স্থানে ব্রীজের নীচে ডোবার পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে অজ্ঞাত ওই লাশ টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ভাবে এটিকে হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে।