গাইবান্ধা প্রতিনিধি:
ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেসবুক ভিত্তিক গ্র“প যেটা কবাচচান গাইবান্ধার ভাষাও কও। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘ওজার ঈদোত খাবার বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধার উদ্যোগী তরুণ-তরুণীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক গ্র“প ‘যেটা কবাচচান গাইবান্ধার ভাষাও কও’ গত চার বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে প্রতিবছর ঈদে ও শীতে গরিব মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসছে সংগঠনটি। গতকালও গাইবান্ধার ৪শ’ পরিবারের মাঝে ৫৫০টাকা মূল্যের ঈদের খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করে সংগঠনটি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, সয়াবিন তেল, মসলা, সাবান ও নগদ ২০০টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, উদ্যোক্তাদের মধ্যে ওয়াহিদ মঞ্জুর সোহাগ, কাজী নিশাত ফারহানা, অন্তিক, শিহাব, প্রত্যয়, সিয়াম, মুকিত, তানভী, তিন্নি, লুহান ও রাহী প্রমুখ।