সাদুল্যাপুর প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলো- উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৮), আলদাদপুর গ্রামের তারা মন্ডলের ছেলে সোহেল মন্ডল (২৬) ও জামালপুর ইউনিয়নের হামিন্দপুর (কটকটিপাড়া) গ্রামের বকতার গাটুর ছেলে দুলাল মিয়া (২৮)। এদেরকে সোমবার সকালে গাইবান্ধা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশিচ করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর সোমবার সকালে আটকদের গাইবান্ধা জেলা হাজতে পাঠানো হয়।