ফুলছড়ি প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কিছু যুবরা গড়ে তুলেছে ‘আমরাই পারি ফাউন্ডেশন’ নামে একটি মাদক বিরোধী সংগঠন। ওই সংগঠনের পক্ষ থেকে সোমবার মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। ‘জীবন একটাই- তাকে ভালোবাসুন- মাদক থেকে দূরে থাকুন, মাদক ছেড়ে কলম ধরি- সুস্থ সুন্দর জীবন গড়ি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে র্যালিটি ফুলছড়ি উপজেলার প্রবেশ মুখ ফলিয়া ব্রিজ থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র্যালিতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় উপজেলা সদরে বক্তব্য রাখেন আমরাই পারি ফাউন্ডেশনের সভাপতি গাজী আব্দুলাহ আল আরমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মেহেদী হাসান বাবু প্রমুখ।