ডেস্ক রিপোর্ট:
গাইবান্ধায় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ দুইজন এবং গোবিন্দগঞ্জ ঘোরাঘাট সড়কে কোচের চাপায় আরেক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মো.শাহরিয়ার জানান, সোমবার সকাল ১০টার দিকে আরএফএলের বিক্রয় কর্মী রাফিউল তার সহকর্মী মাইদুলসহ মটর সাইকেল যোগে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ যাচ্ছিল। পথে তুরকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মটর সাইকেলটি শিমুল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক রাফিউল নিহত হয়। গুরুতর আহত মাইদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মিঠাপুকুর নামক স্থানে মারা যায়।
নিহত রাফিউল সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ার মধ্য বামনী পাড়ার মৃত-নাফেজ উদ্দীনের ছেলে। মাইদুলের বাড়ীও একই গ্রামে।
এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকায় একটি কোচের চাপায় ফরিদ নামের এক মটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয়রা ঘাতক কোচটিকে আটক করেছে।