সৌদি আরব ও যুক্তরাজ্যে সরকারি সফরে রোববার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।
এদিকে কমনওয়েলথ সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনে অংশ নিতে সোমবারই প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন। পরবর্তীতে ২৩ এপ্রিল (সোমবার) তিনি ঢাকা ফিরবেন।