প্রেস বিজ্ঞপ্তি:
গাইবান্ধা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার কলেজের কেন্দ্রিয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ডিগ্রী পাস কোর্স একাদশ ৩১ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ডিগ্রী পাস কোর্স একাদশ ৩ উইকেটে ৯২ রান করতে সক্ষম হয়। জবাবে অর্থনীতি বিভাগ ১০ ওভারে ৬১ রানে থেমে যায়। ম্যাচ সেরা হয় -৫১ রান করা ডিগ্রী পাস কোর্স একাদশের রাহুল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় ডিগ্রী পাস কোর্স একাদশের মো: কবির । খেলা শেষে অধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলন উপাধ্যক্ষ প্রফেসর মো: খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক এস. এম আশাদুল ইসলাম। উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি ১৬ টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট শুরু হয়।