জয়পুরহাট প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিনখান এলাকার অপহৃত ৬ মাসের শিশু সুমাইয়াকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় জয়পুরহাট থানা পুশিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার জিতাপুর হঠাৎপাড়া গ্রাম থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করে। এসময় অপহরকারী কাজের বুয়া নাসিমাকে আটক করে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, আটককৃত অপহরনকারী নাসিমা ঢাকার দক্ষিনখান ঐ এলাকায় বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করত। গতকাল বেলা ১১টার দিকে ঢাকার দক্ষিনখান থানার চালাবন মৌশাইল মহল্লার আজিজুল হকের কন্যা সুমাইয়াকে কাজের বুয়া নাসিমা কৌশলে অপহরণ করে জয়পুরহাটে নিয়ে আসে। এ ঘটনায় দক্ষিনখান থানায় শিশু অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
আটককৃত অপহরনকারী কাজের বুয়া নাসিমা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকতাল গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।