বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের মুক্তির দাবিতে আজ শনিবার বগুড়ায় অর্ধদিবস হরতাল পালন করছে জেলা বিএনপি। এদিকে বগুড়ায় পুলিশের অভিযানে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক এক পৌর কাউন্সিলর সহ বিএনপির ১০ নেতা কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ১০ টা হতে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায় , রাত ১২ টা পর্যন্ত পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিল দেলোয়ার হোসেন পশারী হিরুসহ ১০ নেতা কর্মী রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী অভিযানের বিষয়টি নিশ্চিত করে করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই হিমু , পিপলু ও হিরুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরসহ বিস্ফোরক আইনে মামলা রয়েছে।