1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ২:১২ আজ রবিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২১ খ্রিস্টাব্দ, ২রা শাওয়াল, ১৪৪২ হিজরি
বাপ-দাদার জমি ফেরতের দাবীতে গাইবান্ধা শহরে সাঁওতালদের বিক্ষোভ

  • সংবাদ সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬৩ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে বাপ দাদার ১৮৪৩ একর জমি ফেরতের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান ও স্বারকলিপি প্রদান করেছে খামার থেকে উচ্ছেদের শিকার সাঁওতালরা ।
আজ দুপুরে কয়েক শত সাঁওতাল সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে এসে জেলা শহরে রেলগেট  থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান নেয়।
সেখানে বক্তব্য রাখেন, ভুমি উদ্ধার কমিঠির সহ সভাপতি ফিলিমন বাস্কে, সাধারন সম্পাদক শাহজাহান আলী, সিপিবির জেলা সভাপতি মিহির ঘোষ, প্রবির চক্রবর্তীসহ অন্যরা।
বক্তরা, গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে আদিবাসী  হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরসহ নির্যাতনের বিচার ও ক্ষতিপুরণের দাবি জানান।
পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এসে তাদের অভিযোগ শোনেন ও ৭ দফা দাবি সম্বলিত স্বারকলিপি গ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ