শহর সংবাদদাতা:
গাইবান্ধা জেলা রেডক্রিসেন্টের উদ্যোগে বৃহস্পতিবার ৪শ’ পরিবার বন্যার্ত মানুষের মাঝে চিড়া, গুড়, ত্রিপল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা প্রধান অতিথি থেকে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারী রেজাউল করিম রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক এনডিআরটি এম.এ করিম, ইউএলও বিপ্লব কুমার বিশ্বাস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সুলতানা ইসলাম ডলি প্রমুখ। এর আগে সাঘাটা উপজেলার বন্যার্ত ২শ’ পরিবারের মাঝে একই প্যাকেজ বিতরণ করা হয়। এছাড়াও ১১শ’ পরিবারের মাঝে ১০ লিটারের বিশুদ্ধ পানির জ্যারিকেন বিতরণ করা হয়।