গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধায় বন্যার্তদের মাঝে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিইএফপি) যৌথভাবে ২ লাখ ৫১ হাজার ৯শ প্যাকেট হাইপ্রোটিন বিস্কুট বিতরণ করে।
বুধবার প্রথম দিন মোট ৫ হাজার ৩৮ পরিবারের মধ্যে ফুলছড়ি উপজেলার উড়িয়া, উদাখালী, কঞ্চিপাড়া, গজারিয়া ইউনিয়ন , সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, কাপাসিয়া, শ্রীপুর ইউনিয়নে ২ হাজার ৯৮৮ পরিবারের মাঝে বিস্কুট প্রদান করে। ফুলছড়ির কাতলামারিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম টলষ্টয়, জিইউকের নির্বাহী প্রধান এম. আবদুস্্ সালাম, পরিচালক আবু সায়েম রিশাত, সমন্বয়কারী আফতাব হোসেন, ডব্লিউএফপি’র প্রতিনিধি গিয়াস উদ্দিন উপস্থিত থেকে বিস্কুট প্রদান করেন। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সুধিগণ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার সদর ও ফুলছড়ি উপজেলার ২হাজার ৫০ পরিবারের মাঝে বিস্কুট প্রদান করা হবে। প্রত্যেক পরিবারকে ৫০ প্যাকেট করে বিস্কুট প্রদান করা হয়।