স্টাফ রিপোর্ট:
বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া চার দিনের টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি হু-হু করে বড়েইে চলছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ও রেলওয়ে মেরিন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৯ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ঘাঘট নদীর পানিও বেড়ে বিপদসীমার ৮ সে.মিটার উপর প্রবাহিত হচ্ছে। এতে করে দ্বিতীয় দফা বন্যা আতংকে পড়েছে গাইবান্ধার জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার চার লক্ষাধিক মানুষ।
ইতোমধ্যে ভারি বর্ষনে নিম্নাঞ্চলের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ফসলি জমি ও সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
পাউবো এর তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরো কয়েকদিন বাড়তে পারে বলে জানিয়েছেন। এদিকে পরিস্থিতি মোকাবেলায় আজ রবিবার বিকালে গাইবান্ধা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরী সভা আহবান করে।