সাঘাটা প্রতিনিধি:
নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বসবাসযোগ্য করার লক্ষ্যে বাংলাদেশকে বিশ্বে সুনাম অর্জনে সবধরণের পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। একারণেই সমাজ ও রাষ্ট্র থেকে অপরাধ প্রবণতা দূর করার দায়িত্ব সমাজের সচেতন ও দায়িত্বশীল প্রতিটি মানুষের। ব্যাপক জনগোষ্ঠির তুলনায় সীমিত সংখ্যক পুলিশকে সহযোগিতা করার লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত হয়েছে।
পুলিশিং কমিটির সদস্যদের সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা থেকেই আন্তরিকভাবে কাজ করার আহবান করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
গতকাল গাইবান্ধার সাঘাটা থানা চত্ত্বরে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, ইয়াকুব আলী, সাঙবাদিক জয়নাল আবেদিন প্রমূখ।