গাইবান্ধা প্রতিনিধি:
বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তার মাকে মাথা নেড়ে করে দেয়ার ঘটনার প্রধান নায়ক ধর্ষক তুফান সরকার ও তার সহযোগিদের ফাঁসির দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদ, সাবেক এমপি সাইফুল আলম সাজা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, নাজমুন নাহার শান্তি, দিলরুবা পারভিন ঝর্না, ঝর্না মান্নান, মৌসুমী আকতার তমা, শহীদুজ্জামান শহীদ, কামরুল হাসান সেলিম, আব্দুল মোন্নাফ আলমগীর, ইলিয়াস হোসেন, আব্দুর রাজ্জাক ভুটটু, কামাল হোসেন, আব্দুল হাই, খন্দকার আলামিন, শফিকুর রহমান খোকা, রোকসানা পারভীন রিনা, লাইলী বেগম, পারুল বেগম, রুবী বেগম, মারিয়া বেগম প্রমুখ।
বক্তারা কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং ধর্ষিতা ও তার মাকে মাথা নেড়ে করে দেয়ার ঘটনার প্রধান নায়ক ধর্ষক তুফান সরকার ও তার সহযোগিদের ফাঁসির দাবি জানান।