“স্বপ্নে খুঁজি তোমায়” গানের ব্যাপক সাড়ার পর শিল্পী সাদাতের “সুখপাখি” ও “ব্যথার গান”
সংবাদ সময় :
সোমবার, ৩১ জুলাই, ২০১৭
৭৮৪
বার দেখা হয়েছে
সিডি চয়েস এর ব্যানারে “স্বপ্নে খুঁজি তোমায়” বের হওয়ার পর অনেক প্রশংসা পান শিল্পী সাদাত। “সুখপাখি” ও “ব্যথার গান” নামে আরও দুটি গান আসছে এই তরুন শিল্পীর
তিনি বর্তমানে প্রখ্যাত সংগীত শিল্পী সুজিত মোস্তফার কাছে গানের তালিম নিচ্ছেন । ভাল গান করার লক্ষ্যে গানের তালিম নিতে চান আরও অনেক দিন।