সাঘাটা সংবাদদাতা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা শিশু নিকেতন স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণের জানাযায়, উপজেলার সাঘাটা গ্রামের মোনারুল ইসলামের স্কুল পড়–য়া মেয়ে সাঘাটা শিশু নিকেতনের ১০ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান (১৫) ঘটনার দিন রবিবার সকাল ৬ঘটিকার সময় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথের মধ্যে সাঘাটা হাসপাতালের অদূরে পৌঁছলে একই গ্রামের সাদা মিয়ার ছেলে শাওন (২২) আমিরুল ইসলামের ছেলে (২১) ও আলিমুদ্দিনের ছেলে পলাশ (২২) পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকে। কিশোরী ঘটনাস্থলে পৌঁছামাত্র ওই ৩যুবক তাকে ঝাপটে ধরে এবং নির্জন ফাঁকা একটি ঘরে জোরপূর্বক নিয়ে ধর্ষণের চেষ্টাকালে কিশোরীর আত্মচিৎকারে আনোয়ার হোসেন নামে এক চা দোকানী ও আশে-পাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরী ইসরাত জাহান বাদী হয়ে ওই দিনই সাঘাটা থানায় একটি মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।