গাইবান্ধা সংবাদদাতা:
ত্রাণ নিয়ে কোন অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না। ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। আজ দুপুরে গাইবান্ধার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এমপি।
গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তাফা, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে তিনি গাইবান্ধার চরাঞ্চলের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।