1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় সকাল ১১:১৬ আজ বুধবার, ২০শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪২ হিজরি
গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপরে, লক্ষাধিক মানুষ পানিবন্দী

  • সংবাদ সময় : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ১২৪৫ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরোও অবনতি হয়েছে।  গত ১২ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ঘাঘট নদীর পানি স্থিতিশীল থাকলেও বেড়েছে করতোয়া নদীর পানি। ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৩ মিলি মিটার।
জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর ও সন্দুরগঞ্জ উপজেলার ৩২টি ইউনিয়নের অন্ততপক্ষে ১লাখ ৩০ হাজার পানিবন্দী মানুষের বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে। পানির তীর স্রোত এবং নদীভ্ঙ্গানে শিকার  তিন হাজার পারিবার বসতভিটা ছেড়ে  বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসের পক্ষ থেকে ১শ’ ২৫ মে. টন চাল ও ১০ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দিলেও গত তিনদিনে করা হয়েছ ৫০ মে. টন চাল ও ২ লাখ টাকা।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ