1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় সকাল ৯:৪৮ আজ শুক্রবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবিনতি, ব্রহ্মপুত্র ৩৯, ঘাঘট ২৪ সে.মি উপর দিয়ে প্রবাহিত

  • সংবাদ সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৩৮৪ বার দেখা হয়েছে

আফতাব হোসেন, গাইবান্ধা
গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরোও অবনতি হয়েছে।  গত ১২ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ২০ সেন্টিমিটার বেড়ে ম্ঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত বিপদসীমার ৩৯ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ৫০ সেন্টিমিটার বেড়ে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও ঘাঘট নদীর নদীর পানি বিপদসীমা অতিক্রম করার উপক্রম হয়েছে।
গতকাল সন্ধ্যা থেকে জেলায় অবিরাম বৃষ্টির ফলে বন্যা দুর্ভোগের পাশাপাশি জনজীবনে বৃষ্টি দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার পানিবন্দী অনেক পরিবারই বিভিন্ন বাঁধে আশ্রয় নিচ্ছে।
এছাড়া জেলার ৭৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ ও গাইবান্ধা শহর রক্ষা  বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্ট বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে জরুরীভাবে ১শ’ ২৫ মে. টন চাল ও ৪ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ