স্টাফ রিপোর্ট: নিয়মিত অভিযানের অংশ হিসেবে চতুর্থ দিনেও জঙ্গী আস্তানার সন্ধানসহ, নৌ ডাকাত,তালিকাভূক্ত সন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারে গাইবান্ধার সুন্দরগঞ্জে চরাঞ্চলে আইন-শৃংখলা বাহিনী অভিযান চালিয়েছে। কাউন্টার টেরোরিজম, পুলিশ ও গোয়েলাা পুলিশের বøক রেইড অভিযানে কোন জঙ্গি বা জঙ্গি আস্তানার খোজ না পেলেও বিভিন্ন মামলার ছয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরগঞ্জের বেলকা ও তারাপুর ্ইউনিয়নের বেশ কয়েকটি চরে রাত তিন টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬ঘন্টা অভিযানে সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংক,ু সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান এর নেতৃত্বে, অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭০ জন সদস্য অংশ নেয়।