স্টাফ রিপোর্ট:
গাইবান্ধায় নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার ১০৫তম আসর শুক্রবার রাতে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক সংগঠন মোহনার আয়োজনে মোহনা শিরোনামের এ অনুষ্ঠানটি প্রতিমাসে নিয়মিত আয়োজিত হয়ে আসছে।
অনুষ্ঠানে রংপুর বেতারের তালিকাভূক্ত শিল্পী প্রণতি রানী মন্ডল তাঁর অনবদ্য পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রংপুর বেতারের তালিকাভূক্ত গুনি শিল্পী অন্তর কুমার।
শাহ্জাদী হাবিবা সুলতানা পলাশ ও অমিতাভ দাশ হিমুনের উপস্থাপনায় শিল্পীদের যন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত, চুনি ইসলাম, মিজানুর রহমান মিলন, মানিক বর্মন প্রমুখ।
বিপুল দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে গাইবান্ধার গুনি শিল্পী চুনি ইসলাম-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে তার মুখে তুলে দেন ছোট্ট প্রতিভাবান শিল্পি মেঘলীনা দ্যুতি। এসময় উপস্থিতিত দর্শক-শ্রোতার করতালি দিয়ে শিল্পী কে জন্ম দিনের শুভেচ্ছা জানান।
শিল্পীদের পরিবেশনা শেষে তাঁদের হাতে মোহনার স্মারক ক্রেস্ট ও ফুল তুলে দেয়া হয়।
১৯৯৪ সালে ‘নিজস্ব সংস্কৃতির শেকড়ের সন্ধানে’ এই শ্লোগানকে সামনে রেখে মোহনা যাত্রা শুরু হয়। সংগঠনের পরিচালক প্রমতোষ সাহা জানান, ১০৫তম মোহনাকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম আমার মনে হয় আমরা সফল হতে পেরেছি। আমরা দেশবাশির কাছে দোয়া চাই আগামী সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনা আসর গুলোর জন্য।