গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি তুলার মিলে অগ্নিকান্ডের ঘটনায় মিলের সমুদয় তুলা ও যন্ত্রপাতি পুড়ে গেছে। অগ্নিকান্ডের ফলে ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাখালি ব্রীজ সংলগ্ন মনিলাল চৌধুরীর মালিকানাধীন একটি তুলার মিলে আকস্মিক অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মূহর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পারিমান তাতক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও মলিক পক্ষ।