গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির গাইবান্ধা জেলা কমিটির সদস্য সোলোয়মান ইসলাম ওরফে কাচু (৬১) শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ আছর মরহুমের বাড়িতে প্রথম জানাযা এবং কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তৃণমূল মানুষের নেতা সমাজসেবক কাচুর মৃত্যু গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ মরহুমের আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন করেছেন।