গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধায় ট্রেনে চাকায় কাটা পড়ে এক অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা ষ্টেশন থেকে ত্রিমোহনী ষ্টেশনে যাওয়ার পথে নশরৎপুর নামক বসতহীন স্থানে ৪৯ থেকে ৪৯ বয়সী এক নারীর দু’পা কাটা অবস্থায় লাইনের পাশে আহত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। দু’পা কাটা নিয়ে নারীটি প্রায় ৫০ মিনিট জীবিতও ছিল। এরপর তাকে দেখতে আসা লোকজনের সাথে উদ্ধারের জন্য অনুরোধ এবং পানি চেয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি উদ্ধারে রেল পুলিশের কাউকে দেখা যায়নি।