সুন্দরগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আইন-শৃঙখলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা মামলায় থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও- এসএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়সান সরকার সাজা, থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোখলেছুর রহমান, সামিউল ইসলাম, নাফিউল ইসলাম জিমি প্রমুখ। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান দাপ্তরিক কর্মকর্তাগণ ছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, শাহজাহান মিঞা, রেদওয়ানুর রহমান, মোশাররফ হোসেন। এসময় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা কাÐের সঙ্গে জড়িতদের মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা কান্ডে জড়িতদের শনাক্ত, অধিকাংশদের গ্রেপ্তারসহ চাঞ্চলকর এই হত্যা মামলার অল্প সময় (৪ মাস)’র মধ্যে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে দৃষ্টান্ত স্থাপনের করায় সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহা: আতিয়ার রহমানকে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন এসোসিশনের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ।