সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবিব এর বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক সমন্বয় পরিষদ সাদুল্যাপুর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা সভাপতি মোস্তাফিজার রহমান। জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের উপস্থপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আহসান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুস ছামাদ মিয়া, সুপার মোস্তাফিজার রহমান, প্রধান শিক্ষক এনশাদ আলী, রাজীব লোচন সরকার বাদল ও রেজাউল করিম প্রমূখ। পরে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী ইউএনও আহসান হাবিবকে প্রধান শিক্ষক সমন্বয় পরিষদের পক্ষ থেকে জায় নামাজ, তজবিহসহ বাংলা তর্জমার কোরআন শরীফ দিয়ে সংবর্ধিত করেন।
এদিকে সাদুল্যাপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।