স্টাফ রিপোর্ট:
গতকাল গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এসএম ব্যারাকের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ৭০ দিন মেয়াদী ৩০ জন ভিডিপি সদস্যের নিয়ে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক কাজী সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক রেজাউল করিম জেমস ও বিভাগীয় প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। গাইবান্ধা জেলার ১৫ জন এবং রংপুর জেলার ১৫ জন ভিডিপি পুরুষ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।