গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের অংশ বিশেষ ভেঙ্গে ফেলার প্রতিবাদে এলাকার শত শত মুসল্লি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এঘটনায় পুলিশ মাহাবুবার রহমান নাহিদ নামের একজন কে আটক করেছে পুলিশ।
স্থানীয় মুসল্লিরা জানায় পৌর এলাকার পান্থাপাড়া গ্রামের ইসলাম মিয়া ও তার ছেলে মাহাবুবার রহমান নাহিদ শহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড জামে মস্জিদের অভ্যন্তরে তাদের কিছু জমি আছে দাবী করে আজ সকালে মসজিদের সামনের বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলে। এঘটনায় ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে পুলিশ নাহিদকে আটক করে।
এদিকে বেলা ২টায় দিকে এলাকার মুসল্লিরা আটক ব্যাক্তি সহ দোষীদের শস্তির দাবীতে ঘন্টাব্যাপি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।