গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। ঠাকুরেরদীঘি থেকে খোলাহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য এলজিইডি ৫৭ লাখ ৮৩ হাজার ৩শ’ টাকা বরাদ্দ দিয়েছে। উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোলা, জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, উপ-সহকারী প্রকৌশলী কাজী রেজাউল হাফিজ ঝন্টু প্রমুখ। কাজটির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মেসার্স আহসান এণ্ড কোং।