দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৫তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে।
রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে ৩৫তম বিসিএসে উত্তীর্ণ দুই হাজার ৭৩ জনকে আগামী ২ মে চাকরিতে যোগ দিতে বলা হয়েছে।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ২০১৬ সালের ১৭ আগস্ট। এতে পাঁচ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্য থেকে দুই হাজার ৭৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে পিএসসি।