সাঘাটা সংবাদদাতা:
বর্তমান সরকার তৃণমূল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তুকতিপয় হীন মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের কারণে দেশের সাধারণ মানুষজন দুর্ভোগে পড়তে হয়। গত শনিবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি গাইবান্ধা থেকে সাঘাটা পর্যন্ত ২৯ কিলোমিটার সড়ক প্রস্ততকরণের উদ্বোধনীকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ: মান্নান মন্ডল, সাঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নাজমুল হুদা দুদু, ইঞ্চিনিয়ার সাবিউল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, ২৪ ফুট প্রশস্ত সড়কটিতে ব্যয় হবে ৫৬ কোটি টাকা। আগামী বছর জুন মাসের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে কাজটি বাস্তবায়ন করবে।