সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি এসময় বলেন নদী ও চরাঞ্চলের দরিদ্র মানুষজন যাতে সরকারি সেবা নিতে এসে ফিলে না যায় এবং অহেতুক হয়রানীর শিকার না হয় এবিষয়ে বিশেষ দৃষ্টি রাখার কথা বলেন।
পরিদর্শকালে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা নির্বার্হী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু হানিফ উপস্থিত ছিলেন। ডেপুটি স্পীকার স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।