গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৪৯৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। শেষ দিকে বোলারদের নৈপুণ্যে ৩৭ রানে চার উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে সেরা বোলার মেহেদী হাসান মিরাজ; ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এবার দলকে টানার দায়িত্ব ব্যাটসম্যানদের। এরইমধ্যে বাংলাদেশ বিনা উইকেটে ১৭ তুলেছে। এর মধ্যে অবশ্য স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন সৌম্য সরকার।