নিলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নে মানম্মত শিক্ষার উন্নয়নে নওদাবস গ্রামে ২০০৮ খ্রিস্টাব্দে স্থানীয় জনগণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় “মাটিয়া দাস আনন্দলোক বিদ্যালয়”। এই বিদ্যালয়টিতে সহায়তা করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র ও নেটজ-বাংলাদেশ। অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৭৯ জন শিক্ষার্থী নিয়িমত অধ্যায়ন করছে। পড়া লেখায় কোন সমস্যা সৃষ্টি করেছে বিদ্যালয়ের মাঠটির ঠিক মধ্যখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খুঁটি বসানো। এই বিদ্যুতের খুঁটিটি যে কোন সময় বড় দুর্ঘটনার কারন হতে পারে। মৌখিকভাবে অনেক বার আবেদন করা হলেও সংশ্লিষ্টদের দৃষ্টি পড়েনি। অবশেষে বিদ্যুতের এই খুঁটিটি বিদ্যালয় মাঠের এক প্রান্তে সরানোর জন্য নিলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আগষ্ট ২২, ২০১৬ তারিখে যথাযথ নিয়মে ১,৫০০ টাকা জমা দিয়ে আবেদন করা হয়। কিন্তু সাত মাস পার হলেও এর কোন অগ্রগতি হয়নি বা এটি আসলে সরানো হবে কিনা তাও জানানো হয়নি। হলো না। বিদ্যুৎ খুঁটিটির কারনণ শিক্ষার্থীরা মাঠে খেলতে সাহস পায়না, কেননা মাঝে মাঝেই খুঁটিটির উপরের মাথায় তাঁরের ঘর্ষণে অগ্নিস্ফুলিঙ্গ ঘটে। এজন্য বড় কোন দুর্ঘটনার আগেই নিলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি দ্রুত বিষয়টির প্রতি দৃষ্টি দেবেন-এই দাবীই করেছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী।